তোমায় খুঁজতে গিয়ে আমি পার করেছিলাম জাগতিক সকল দুঃখের পাহাড়,
সামুদ্রিক মাছেরা তাদের চোখে কোরে নিয়ে এসেছিলো বিষাদ!
শালিকেরা ঝাঁক বেঁধে ওড়া বন্ধ করে দিয়েছিলো সেদিনের পর থেকে।
আমি ফিরেও তাকাইনি, চুপসে যাওয়া অর্কিডগুলোর দিকে।
টিব্যাগ জলে ভেজানোর পর দরিদ্রের ওয়াইন যেমনি বেরিয়ে আসে,
ঠিক তেমনি ছিলো আমাদের প্রণয় ;
শত সীমাবদ্ধতা ছাপিয়েও যেন মহাবৈশ্বিক কোনো হাতছানির অপেক্ষায় আমরা পার করছিলাম সময়!
যদিও পৃথিবীর বাইরে সময়ের অস্তিত্ব নিয়ে তোমরা সন্দিহান,
আমি বলবো,
স্থান-কাল-সময় বহুদিনের পুরোনো বিশ্বাসকেও নাকচ করে দেয়
এবং আমরা তলিয়ে যাই মহাকালের অতল গর্ভে।।