আজগুবিদের তালিকায় তোমার প্রবেশ নিষেধ,
তোমার মস্তিষ্কের চিন্তাভাবনা সীমাবদ্ধ,
তোমার যাতায়াত-গতিবিধি-কথাবার্তা ওজনদরে মাপা হয়
তোমার বেশ-ভূষণ তোমার কতৃক নির্ধারিত নয়,
তুমি চিৎকার করে সত্যোচ্চারণ করতে পারো না,
তোমার প্রেরিত প্রেমের প্রস্তাব কুপ্রস্তাব বলে গৃহীত হয়,
তোমার হোমোসেক্সুয়ালিটি এখানে প্রতিবন্ধিত্ব বলে গণ্য,
তৃতীয় লিঙ্গের দরুণ তুমি বিভাজিত-অপ্রত্যাশিত-বঞ্চিত,
তোমার নারীত্ব তোমায় করে রাখে জিম্মি এবং বন্দিনী,
তোমার পুরুষত্ব তোমার পৌরুষের প্রমাণ চায় বারংবার,
তোমার মধ্যবিত্ততা তোমায় করে রাখে কূপমণ্ডূক,
দারিদ্রতা তোমায় ঘিরে রাখে নিষ্পেষণে,
তোমার প্রাচুর্যতা যোগান দেয় সহস্র হিংসের,
তোমার সাধারণ্যতা হয়ে ওঠে শেয়ালদের সুযোগ,
তোমার যুক্তি-তর্ক-দর্শন দাঁড়ায় তোমার কাল হয়ে,
তোমার আরাধনা-উপাসনার গোড়ায় জন্ম নেয় শতাব্দীর ভয়।
এরপরো নিজেকে স্বাধীন দাবী করছো তুমি?
তোমার জন্য এক সমুদ্র উপহাস।।