// স্বপ্ন //


অতঃপর রাষ্ট্রের বক্ষদেশ জুড়ে অজস্র ক্ষত এবং খোস-পাঁচরা আবিষ্কার করে ফেলার পর আমি দেশদ্রোহীতে পরিণত হলাম।
কিন্তু, সামরিক রক্তচক্ষুর আড়ালে ওরা যে ওদের পাঁজরের ভেতর গোলাপ চাষ করতো, তোমরা তা দেখতে পাওনি।
যেহেতু দেশ শব্দটি চিরাচরিতভাবেই সীমাবদ্ধতার ধরণা দেয়, সেহেতু আমাদের প্রেমও অসীম নয় এবং আমরা দেশকে রাষ্ট্রযন্ত্র থেকে আলাদাও করতে পারি না।
অথচ, জনগণ হিশেবে তোমরা নিজেদেরকে প্রেমিক দাবী করে আসছো সেই প্রাগৈতিহাসিক কাল থেকে আর একে একে ভেঙ্গেছো সাংবিধানিক সবুজ চামড়ার পট।
এর কারণ হিশেবে তোমরা দাঁড় করিয়েছো "মানুষ নিয়ম ভেঙ্গে ফেলে" নামক বদ যুক্তিবিধি।
কিন্তু রাজনৈতিক রদবদলে সত্য মিথ্যাতে এবং মিথ্যে সত্যতে পরিণত হয়ে পড়ে এবং এই ক্ষেত্রে বলা যায় চিরন্তন সত্য বলে কিছু নেই, এসবই আপেক্ষিকতার আদলে মোড়া।
অবশেষে.....
একটি নতুন সূর্য উদিত হলে আমরা উর্বর মাটির সন্ধানে বেরোই,
সমরাস্ত্র ত্যাগ করে দলে দলে আমরা জড়ো হতে থাকি মাঠে-ক্ষেতে-বাগানে এবং বিভোর হতে শুরু করি আবাদের স্বপ্নে, ক্ষিধেমুক্তির স্বপ্নে।