কখনো তরুণীর চিবুক বেয়ে নেমে আসা নোনাজল স্পর্শ করে দেখেছো?
না দেখলে তুমি এক মহাসমুদ্রের বিমর্ষতা দেখো নি।


ফ্লাডলাইটের খোলসে পড়ে থাকা ঝিঝিপোকাদের মৃত-নিথর শরীর দেখেছো?
আমি সেখানে এক মহাবিশ্ব অন্ধকার দেখেছি।


সেমিস্টার ফেল করে ছিটকে পড়া সেই ছেলেটা, যার ম্যাথস খাতা জুড়ে ছিলো কবিতার পর কবিতা; তার কান্না দেখেছো?
কবি না হতে পারার কান্না?
আমি পুরো পৃথিবীকে সেই ম্যাথস খাতায় এসে থমকে যেতে দেখেছি।


হয়ত সেবারই প্রথমবার মৃত্যুর স্বাদ নিয়েছিলাম।।