যখন আমায় ভালোবাসাকে সংজ্ঞায়িত করতে বলা হলো,
আমি রাষ্ট্র'র কথা বলতে শুরু করলাম, দেশের কথা বললাম, পৃথিবীর কথা বললাম এবং পরিশেষে মহাবিশ্বের কথাও বললাম, কিন্তু.....
ভালোবাসাকে আমি সংজ্ঞায়িত করতে পারলাম না।
এক সৌরজগৎ না পারার শূন্যতা আমায় গ্রাস করতে শুরু করলো,
প্রেমিকা-পরিবার-বন্ধু সবাই একে একে আমার কাঁধ থেকে তাদের মাথা সরিয়ে নিতে লাগলো।
ঠিক তখনই,
আমি চমৎকার কিছু আবিষ্কার করলাম!
আমি আবিষ্কার করলাম এই যে,
ভালোবাসা হচ্ছে এক প্রকার চাপ যা তারা মাথা সরিয়ে ফেলার পর থেকে আমি আর অনুভব করতে পারছি না, অনুভব করতে হচ্ছে না।
ভালোবাসা আমাদের মধ্যে বলয় সৃষ্টি করে রাখে,
বলয় থেকে চাপ সৃষ্টি হয়।
এই চাপের মধ্যে থাকতে থাকতে আমরা এতেই অভ্যস্ত হয়ে পড়ি এবং
তখনই আর এটা বিশেষ কোনো গুরুত্ব বহন করেনা।
যখনই ভালোবাসা অগুরুত্বপূর্ণ হয়ে পড়ে, তখনই আমরা এর প্রভাব কিংবা চাপ থেকে মুক্ত হতে পারি।
আমরা সবাইই দিনশেষে মুক্তি চাই,
সবইই কোনো না কোনো সময়ে যেতে চাই নির্বাসনে,
তবে ভালোবাসাহীনতাই কি মুক্তির শেষ কথা নয়?