জীবন ট্র্যাফিকে জ্যাম আর শত সহস্র জঞ্জাল ,
প্রেমের বানী মাঘ মাসের ঠান্ডা পানি আজকাল ।


যখন তোমায় ভেবে উথলা হৃদয় আবেগে কুপোকাত ,
তখনই হয়ত,লোমশ কোন অন্য বাহুতে পেরোচ্ছে তোমার রাত ।


তবুও কল্পনার বেদীতে বসিয়ে পুষ্পপাঁপড়ি  ছিটাই ,
"আমার দেখা সেরা তুমি " বলে রাজ্যময় ঢোল পেটাই ।

হাজার পথিক একই পথে হাঁটে,তাতে পথ কি অশুদ্ধ হয়েছে কখনো ?
তাহলে কন্যাকুমারী প্রেমী হবে তুমি ,এ চিন্তা কেন মাথায় এখনো !


রাতজাগা শরীরে কত ধকল গেছে তোমার,ক্লান্ত চোখে কালি ,
মনের ক্যানভাসে তুমি তবু সদ্য ওঠা চাঁদ এক ফালি ।


তোমার প্রেমিকের সংখ্যা আর কীর্তি শুনে আমি ভিষন কাহিল,
যত হাতবদল হয়েছে,তত বিশ্বকাপ জেতেনি ব্রাজিল !


আমি থোড়াই কেয়ার করি সামাজিক সস্তা মুল্যবোধ ,
কেউ সত্বা বা সতিত্ব বিকিয়ে শান্তি পাচ্ছে
আমার কিসে ক্রোধ !


সেন্টিমেন্ট সিন্দুকে রাখো হে বৎস,যে করছো স্বতি স্ত্রী খোঁজ ,
বেটার হাফ যে হবে হয়ত জানবে,সে ও হাতবদল হত হররোজ ।


হবে যদি সফল পুরুষ,জিতে নাও এই মেন্টাল গেম,
মেনে নাও এই সিস্টেম,প্রেয়সী বদল হবে
চুলোয় যাক সেকেলে প্রেম ।


প্রেম ছিল আছে তা ধ্রুবক,মেনে নাও প্রেমিকা চলক ,
ওসব প্রেমিকা নেই আর,শাঁড়ি পড়া আর নাকে নোলক !


উর্বর কর হৃদয় ,চাষ দাও বছরে তিন ফসল
তবেই তুমি টেনশন ফ্রী পুরুষ ভিষন সফল !