ঝাপসা জানালা গলে প্রতিটি ব্যর্থ সকাল
চলতি রাজপথে পুরোনো রেড সিগন্যাল
শেষ হবে,হয়ত আজ পরশু বা আগামীকাল !


নিকষ আঁধারে নিজেকে হাতড়ে খোঁজা
হাঁটুতে মাথা গুঁজে জীবনের অর্থ খোঁজা
শেষ হবে,এইতো ক'দিন;নেমে যাবে বোঝা!


রাত গভীরে খাতা খুলে জীবনের দরদাম
গুমোট বাধা ভরদুপুরে গড়িয়ে পড়া ঘাম
শেষ হবে,কেটে যাবে অমানিশা অবিরাম !


হেডফোনে গুঁজে দেওয়া জীবনমুখী গান
যোগ-বিয়োগ আর গুন-ভাগে ওষ্ঠাগত প্রাণ
শেষ হবে,সময় ই পাইয়ে দেবে পরিত্রান !


প্রত্যাশার এসব ফানুস
যেহেতু আমি মানুষ
উড়াতেই হয়,


সুদে আসলে জীবনের ঋণ
সীমার বাইরে সীমাহীন
বইতেই হয়...


(৭ ভাদ্র ১৪২৩ )