কবি কাজী নজরুল ইসলামের “বিদ্রোহী” কবিতার অনুষঙ্গে বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানকে নিয়ে আমার এই “কাঙ্গালী” কবিতাটি লেখা।


কাঙ্গালী


শোন বাঙ্গালী
বঙ্গবন্ধু ছিলো মোদের মুক্তির কাঙ্গালী।
শির নত করেনি পাকিস্তানের বশ্যতা বরেনি,
শোন বাঙ্গালী--


পাক পাতা ফাঁদ ফাঁড়ি
ব্যক্তি স্বার্থ ছাড়ি,
টেকনাফ থেকে তেতুঁলিয়া গোলক ভেদিয়া
পাকের ষড়যন্ত্র, মন্ত্র ছেদিয়া,
নিয়া আসিয়াছে চির বিজয়, তুমি হয়েছ বিজয়ী।
ললাটে লিখিয়াছ স্বাধীন, দূর করিয়া পরাধীন।


শোন বাঙ্গালী
বঙ্গবন্ধু ছিলো মোদের মুক্তির কাঙ্গালী।
তিনি দুর্দম, বিনীত, সার্বজনীন স্বীকৃত ভালো
মহা প্রলয়ে ছাউনি, নিরাশায় আশার আলো,
তিনি বাংলার আর্শিবাদ, তিনি বাংলার গর্ব
সৃষ্টি করিয়াছেন নতুন অধ্যায় স্বাধীনতার পর্ব,
তিনি মজলুমের ভাই, জাতির পিতা
তাইতো পাতেনি পাকের সাথে মিতা,
তিনি মানেনি পাকের কুশাসন
তাইতো মোরা দিয়েছি তাঁকে, সম্মানের সর্বোচ্চ আসন।
তিনি মুক্তির কাঙ্গালী, বাস্তুহারা মানুষের নীড়
সু-মহান নেতা বিশ্ব-ধরিত্রীর।


শোন বাঙ্গালী
বঙ্গবন্ধু ছিলো মোদের মুক্তির কাঙ্গালী।
তিনি ন্যায়ের তরে অন্যায়ের দুমড়ানো মুচড়ানো ঘূর্ণি
তাইতো পাকিস্তানের পায়তারা ভেঙ্গে করেছেন চূর্ণি।
তিনি নিত্য-নতুন ছন্দ
জীবনভর অন্যায়ের বিরুদ্ধে করেছেন দ্বন্দ্ব,
ফলশ্রুতিতে
মোদের উপর অন্যায়, অত্যাচার, জুলুম হয়েছে বন্ধ।
তিনি শান্ত-প্রশান্ত, দারুণ স্বেচ্ছাচারী
তিনি মুক্তির বাহক, যুক্তিধারী।
তিনি তাই করেছেন ভাই, যখন প্রয়োজন যা
ধরে মৃত্যুর সাথে পাঞ্জা,
তিনি মৃত্যুকে করেনি ভয়, ইতিহাস তাই কয়
শত বিপদে পড়ে জীবন বাজি ধরে এনেছেন জয়।


শোন বাঙ্গালী
বঙ্গবন্ধু ছিলো মোদের মুক্তির কাঙ্গালী।
তিনি মুক্তিকামী, বিধাতার দান
পাক দালালদের নৈরাজ্য ভেঙ্গে করেছেন খানখান।
তিনি পথহারা পথিকের ফিরে পাওয়া তাল
সাগরের ঢেউয়ে ভাসা নৌকার পাল,
তিনি বাংলার বর, তপ্ত রোঁদে বাঙ্গালীর উপর ছাঁয়া
তিনি বাঙ্গালী জাতির স্বাধীনতার ভায়া।


তিনি চাড়িয়া চাড়িয়া কণ্ঠনালী ফুলিয়া
বার বার আঙ্গুল তুলিয়া
৭ই মার্চে দেখিয়েছেন তাঁর সাহসীকতার দম্ভ ,
রক্তে আগুন জ্বলে, বাঙ্গালী মুক্তির কাঙ্গালী হয়ে
ঝাপিয়ে পড়লো, শুরু হলো ৭১এর ভূমিকম্প।
রুষিয়া উঠিয়া গেল রণক্ষেত্রে ছুটিয়া
নরক বাহিনী, পাক সেনানী উঠিল কাঁপিয়া,
তিনি মুক্তিবাহী টেকনাফ-তেতুলিয়া ব্যাপিয়া।
তিনি অমর, তিনি স্বাধীনতা,
তিনি বাংলার জয়,
বন্দুকের গুলি গিলিয়া, চিত করি ফেলিয়া
আনিয়াছে ছিনিয়া বিজয়।
তিনি জয়, তিনি বিজয়,
স্বাধীনতার অমর অক্ষয়।
তিনি মহাবীর, মহামানব
জুুলুমকারীদের ভয়,
তিনি সারা বিশ্বের বিষ্ময়।
তিনি সেই দিন হয়েছেন শান্ত
নিপীড়ন যেই দিন হয়েছে ক্ষান্ত।


শোন বাঙ্গালী
বঙ্গবন্ধু ছিলো উন্নয়নের কাঙ্গালী।
আমরা যাহা চাই
তিনি তার মধ্যেই লুকিয়ে আছেন ভাই।
তিনি বাংলার দামাল সৈনিক
জাতিসংঘে শান্তি রক্ষা মিশন,
তিনিই বাঙ্গালীর চাওয়া ২০৪১ ভিষণ।
তিনিই সজীব ওয়াজেদ জয়ের প্রযুক্তির চিন্তা-ধারা
তিনিই কৃষকের ফসলের রাশি ভারা ভারা।


তিনিই জি.ডি.পি বৃদ্ধির জয়ধ্বনি, জিন্ধাবাদ
তিনিই দ্রব্যমূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ।
তিনিই মেহনতি কৃষকের গোলা ভরা ধান
তিনিই ভাই হারা একুশের গান।
তিনিই খেটে খাওয়া শ্রমিকের শক্তি,
প্রেরণার মণি,
তিানই ক্রিকেট বিশ্বে বাংলার জয়ধ্বনি।
তিনি হাঁড় ভাঙ্গা পরিশ্রমি
রোঁদে পোড়া কৃষকের মাথায় মাথাল,
তিনিই বাংলার আকাশ, উর্বর পাতাল।
তিনিই নতুন নতুন উদ্ভাবনের মতাদর্শ
তিনিই বাঙ্গালী জাতির আদর্শ।


শোন বাঙ্গালী
বঙ্গবন্ধু ছিলো সৌন্দর্যের কাঙ্গালী।
তিনি বেঁচে নেই, আদর্শতো আছে, ভয় আর কিসে?
বঙ্গবন্ধু রয়েছেন প্রকৃতিতে মিশে।
তিনি বাংলার রয়েল বেঙ্গল টাইগার, চিতা বাঘ,
তিনিই ভোরবেলা দোয়েল পাখির ঘুম ভাঙ্গানোর ডাক।
তিনিই বিলের ধারে ফুটে থাকা জাতীয় ফুল শাপলা
তিনিই মাছে-ভাতে বাঙ্গালী জাতির রুই-কাতলা।
তিনিই সমুদ্রসৈকত,তিনিই সুন্দরবন
সবুজে-শ্যামলে ভরা প্রকৃতি দেখে ভরে যায় মন।
তিনিই লাল সবুজের পতাকা, বাংলার মানচিত্র
তিনিই বাংঙ্গালী জাতির মিত্র।


শোন বাঙ্গালী
বঙ্গবন্ধু ছিলো তোমাদেরই কাঙ্গালী।