হাজির হয়ে প্রশ্ন করলো,
রব কে তোমার উত্তর বল?


আল্লাহ বলে উত্তর দিলাম,
তাই মনে হয় বেঁচে গেলাম,
হাতে তাহার কীযে ছিলো !
ভয়ে অন্তর উত্তর সঠিক দিলো।


পর পর আরো্ প্রশ্ন করলো
সব গুলো উত্তর সঠিক হলো।


চলে যেহেতু চাইছিলাম আমি
তাহারা আনলো বহন দামি।


নিমিশেতে নিয়ে গেল
স্বর্ণের একটি রাজ্য দিলো,
ইচ্ছা পূরণ করতে লাগলো।


আমার ইচ্ছাই লাভলী চাইলাম
না বলে উত্তর পাইলাম।


একি  উত্তর দিলি তোরা..?
তোরা না আমার বেয়ারা..?


বেয়ারা হলে হবেটা কী
লাভলীর তো খাঁচাই পরান পাখি।


ওদের প্রশ্ন করলাম ডাকি,
আমার পাখি মুক্ত  না কী..?


বললো রাজা মুক্ত আপনি,
মৃত্যুর খবর আপনি পাননি..?


( বাকি অংশ “মৃত” পার্ট-৩ এ দেয়া হবে )