বালিকা ,তোমাকে আমি দেখেছি
অনেক দূর থেকে
এবং কাছ থেকে।


বালিকা, তোমার ঐ চোখের অপলক চাহনি
চোখের পাতায় জলকণা, তোমার ঠোটের কম্পন
তোমার ঐ গরম নিশ্বাস, হৃদস্পন্দন
আমি অনুভব করেছি
খুব কাছ থেকে।
রাতের মত কালো তোমার ওই চুল,
কখনো পনিটেইল, কখনো এলোকেশ
আমি ছুঁয়েছি, আলতো করে।


আমরা রাত জেগেছি, একসাথে,
বহুরাত
তোমার কোলে মাথা রেখেছি।


আমরা একাকী হয়েছি, বহুবার
আমরা মিলিত হয়েছি, নির্জন কুঠি'তে
সংগোপনে।
বালিকা, তোমাকে দেখেছি,
রাতের আঁধারে, চন্দ্রালোকে
আর দিনের আলোয়।
আমরা ইঞ্জিনের নোকায় চড়েছি
অনেক বিকেল
আমরা বায়ু সেবন করেছি
আর জলকেলি করেছি।


বালিকা, আমরা একাকী হয়েছি,
মিলিতও
আমরা ঘনিষ্ঠ হয়েছি বহুবার
আমরা সাক্ষী রেখেছি
চন্দ্র-তারা-আসমানকে
কখনো সাক্ষী হয়েছে বনের ফুল
অথবা কোন পাখি।


এত কিছুর পরও, বালিকা,
একটি কথা
আজও জানা হয়নি একটি কথা-
বালিকা, 'আমাদের এ সম্পর্কের সংজ্ঞা কী?