সাদা আচঁল উড়ছে
নদী তীরের হাওয়াতে
আছি আমি দাড়িয়ে
অপলক দৃষ্টিতে।

আশ্বিনের শিউলী ফুলের সিগ্ন্ধ বাতাস
স্পর্শ করল তোমায়
তোমার শবে সাদা আবরন
কেড়ে নিল মোর অক্ষি যুগল
সৃষ্ট হল এক অদ্ভুত মায়াজাল....
সুখের জালে বন্ধি।

তোমার ভুবন ভোলানো হাসি
মুখরিত তটিনী
মুগ্ধ আমি চেয়ে আছি
মিশেছে পশ্চিমে দিবা, স্রোতস্বিনী।