ভাঁজে ভাঁজে মাতাল করা গন্ধ,
ভালোলাগাহীনতার সব দরজা বন্ধ।
খোলা আছে ভেসে বেড়ানোর পথ,
অবিরাম দুইদিকে টান, যেন দ্বৈরথ।
স্বপ্নের বিষয় রঙিন, দৃশ্যতে সাদা-কালো;
মাঝে মাঝে পিচ্ছিল পথ আর আবছায়া আলো।
মোহমন আটকাতে চায় রঙিন বিষয় সব;
কে পারে জানান দিতে, সবকিছু সম্ভব।
আমি চাই স্বপ্ন বাঁচুক, মনের জমিন জুড়ে,
স্বপ্নের আবাদ হোক, জীবনের মোড়ে মোড়ে।