প্রাণ থেকে প্রাণে হারিয়ে যাবার পথে,
অন্ধকার এক গলির মুখে
চোখের তারায় অন্য আলো দেখে,
কি এক মায়ায় খামখেয়ালি মেখে;
কানের কাছে কে বলে যায়
পা বাড়াতে নিজের পথটা রেখে,
যেই না পথিক পথ ধরেছে,
বেসুর উঠে জীবন গানের মুখে;
ছদ্মবেশী মন প্রবাসী সম্মোহনের জালে,
প্রাণ হারাল প্রতীক জীবন লোকের অন্তরালে।