সবাই কত বড় হয়ে যায়,
কেউ বুদ্ধিতে কেউ বা উচ্চতায় অথবা সুযোগের ফায়দায়;
হয় কিনা?
কেউ কেউ সত্যিই বড় হয়,
কেউ বড় হয় বেলুনের মত, ভেতরে একরাশ শূণ্যতা নিয়ে
কেউ বড় হয় কথায় অথবা পেশীতে কেউবা টাকায়
অথবা কেউ সুযোগ সুবিধায়।
সবাই কত বড় হয়ে যায়,
কেউ বুদ্ধিতে কেউ বা উচ্চতায় অথবা সুযোগের ফায়দায়;
হয় কিনা?
এই বড় হওয়াতে কি সত্যিই সুখ?
এমন হওয়াতে কি কল্যাণ আনে?
যেটা হওয়ার কথা ছিল, সেটা কি হয়?
দুরত্ব কি বেড়ে যায় না মানুষে মানুষে?
সবাই কত বড় হয়ে যায়,
কেউ বুদ্ধিতে কেউবা উচ্চতায় অথবা সুযোগের ফায়দায়;
হয় কিনা?