অনাবৃত মনে খোলা চুলে
খেলেছ তুমি অনেক খেলা
বিষাদ-মনে একেঁছিলে তুমি
শান্তির শূভ কামনা।।


তুমি কাব্যে কাব্যময়
তুমি নতুন সুরের ঝংকার
তুমি বজ্র-কন্ঠে দুর্বার
তুমি মোদের চির অহংকার।।


তুমি শ্রমিকের মনে চেতনা
তুমি পথিকের পায়ে রুপকার
তুমি পিচ ঢালা রাস্তার ইতিহাস
তুমি নতুন দিনের সুপ্রভাত।।


তুমি কৃষক-কুলির বন্ধু
তুমি মাজলুমের-ই প্রতিবাদ
তুমি শিক্ষকের-ই মর্যাদা
তুমি বে-দুঈন চোখে স্বপ্ন।।


তুমি ঘু্ম হারা চোখে আলো
তুমি,
দু'হাত ভরে দিয়ে গেলে সব
রেখে গেলে সব কর্ম।