আজ কোন অবসাদ নেই,নাই কোন উপমা
এক-চিলতে স্বপ্ন নিয়ে যে পথচলা শুরু
কুড়ি বছরের দাম্ভিকতা আর ক্লান্তি
জীবন কে দিয়ে গেছে অপরিসীম ধৃষ্টতা।


হায় রে জীবন!!!
অপ্রস্তুত প্রাণীকে নিয়ে তোমার কি খেলা?
ভাগ্যের দোষে দুষ্ট নোংরা ইতিহাস
চাইলেই পারো সততার মূল্য দিতে।


নিস্তদ্ভ তুমি লোভী তুমি
নিরবতার সুযোগে নিজেকে করেছ সরব
এতো সুযোগের স্বদ-ব্যবহারের নামে প্রহসন
নাকি নিজের দুর্বলতার বহিঃপ্রকাশ।


ছিঃ ঘৃণা করতেও ঘৃনা হয় তোমাকে
তুমি কি জান তা?জান না!!!
ধিক্কার দেব না তোমায়
তোমার প্রাপ্য ফল-ই দিব।


শুধুমাত্র কিছু সময়ের অপেক্ষা
থাক না আর-ও কিছুটা সময়
দু-হাত ভরে দেব তোমাকে
নিতে পারবে তো???