লাভ কি বল ভালবেসে,
যদি নাহি আসো পাশে।
লাভ কি বল ভালবেসে।
যেখানে নাহি চাওয়া,নাহি পাওয়া।
সেখানে কেউ কি, রয়গো বসে।
ভূবন ছাড়িয়া রহিনু পড়ে,
তোমার ভালবাসার আশে।
তবু ভালবাসা মিছে,
তুমি যদি না আসো কাছে।


চাঁদ যদিও রয়গো দূরে,
জোয়ার তাহার প্রেমে পড়ে।
আষাঢ় মাসের আকাশ যেমন,
জমিনটারে আপন করে।
বাগানের ফুল প্রেমে পড়ায়,
মৌ-ভ্রমরার মধু জোগায়।
বক্ষে লয়ে শতেক ওলি,
নিত্য সুধা দিচ্ছে ঢালি।


নদী যেমন সাগর পানে,
স্রোতটারে বয়ে আনে।
রাত যেমন হয় তারার মেলা,
আধার-আলোর মত্ত খেলা।
ওদের খেলার শেষ ঘটাতে,
দিন জানান দেয় সূর্যটারে।
সখি আমার ভালবাসা, এমনি যেন না যায় মরে।