এক রাশি গোলাপ হাতে নিয়ে,
দাঁড়িয়ে আছি রাস্তার দুয়ারে।
হঠাৎ বৃষ্টির আগামনে-
বৃষ্টিতে বিজি দুপুরে,গোলাপগুলো হাতে।
কালবৈশাখীর হঠাৎ হানায়,
গ্রীষ্মকালে বৃষ্টি জড়ায়।
তখন কি বা সত্যি কেঁদেছে।
দেখ সোনার বাংলা ধারুন রুপ সেজেছে।
কাশ বন তৃষ্ণায় দোলায়,
ঘূর্ণি বৈশাখ পাগল হাওয়া।
তখন কি বা সত্যি রেগেছে।
দেখ সোনার বাংলা ধারুন রুপ সেজেছে।
নদি-নালা,খাল-বিল থৈথৈ না করলি
কদম,কামিনী, বেলি ও জুঁই সুবাস নাহি ছড়ালি।
তবে কি সত্যি হঠাৎ কেঁদেছে।
দেখ সোনার বাংলা দারুণ রুপ সেজেছে।
সূর্যের প্রখর তাপে,জলধারা সব শুখিয়ে।
মাঠ-ঘাট দশদিক ফেটে চৌচির।
তখন কি সত্যি হঠাৎ রেগেছে,
দেখ সোনার বাংলা ধারুন রুপ সেজেছে।