এবার মরলে মানুষ হবো,
এমন একজন মানুষ যে অন্যায় দেখে মুখ বুজে থাকবে না ।
এবার মানুষ হবো,
যার দশটা হাত থাকবে অস্ত্র ধরার জন্য ।
এবার মরলে মানুষ হবো,
যার সৎসাহস থাকবে দুঃসাহসিক কাজ করার ।
এবার মরলে মানুষ হবো যে,
ভালোবাসার গান শুনিয়ে ভালোবাসা শেখাবে ।


ইচ্ছাগুলো যখন ডাল-পালা মেলে ভাবনা গুলোকে বশীভূত করে মনের মাটি ভেদ করে মূল সৃষ্টি করেছে, ঠিক তখনই .....


মনে হলো, আরে আমি তো মানুষ জন্মই নিয়েছি ,
পরের জন্মে মানুষ হবো কি হবো না,,
এ'জন্মেই ইচ্ছাগুলো পূরণ করি.....


যেই না ভাবা , তেমন কাজ ।


শুরু করলাম, ভালোবাসতে , গান গাইতে, কবিতা লিখতে ।


কত জন গাল-মন্দ করলো,
কতজন পাগল বলে গাল দিলো,
কেউ বা দেবী বলে আমাকে অপমান- বিদ্রুপ করলো ,
কেউ কেউ তো হাসি-তাচ্ছিল্য......


যার কাছে ভালোবাসা বিলাই, সেই করে দুচ্ছাই ।
যাকে করি অবহেলা, সেই বাসে ভালো ।
সকলের দুঃখের কারণ আমি ।
সবাই কে দিই চোখের জল ।


অবশেষে বুঝলাম, কবিই হলাম ।
মানুষের মত মানুষ আর হতে পারলাম না । #সোমা