প্যাঁচা-পেঁচির ঝগড়া
সোমা বিশ্বাস


প্যাঁচা বললো - ওরে পেঁচি
আমি তোর প্যাঁচা


কাল নাকী এসেছিল
তোর কোন চাচা?


মুখ বেঁকিয়ে পেঁচি বলে -
চাচা তো না ছাই


সে আমার পিসির ছেলের
মামাতুতো ভাই।


প্যাঁচা বলে - যেই হোক
এসেছিল কিনা বল


বললি না কেন তুই?
বাপের বাড়ি চল।


পেঁচি বলে - শোন প্যাঁচা
যাবো নাকো আমি


রাগ করিস না প্যাঁচা
দিই একটা হামি?


প্যাঁচা বলে - না না
কথা শুনবো না


তুই বড় ফাঁকি দিলি
আমি দিনকানা।


তোর সাথে আড়ি
করেছিস বাড়াবাড়ি


এবার তুই চলে যা
বদল করবো হাড়ি।


পেঁচি করলো চেঁচামেচি
বললো - ওরে প্যাঁচা


এই বেলা মাফ কর
এই বেলা বাঁচা।


করবো না আর ভুল
মুলছি আমার কান


ভালোবাসি প্যাঁচা তোকে
তুই তো আমার জান।


রচনা - ১৬ মার্চ ২০২৩