স্বর্গীয় ভালোবাসা
সোমা বিশ্বাস


নীল আকাশ মাটি ছুঁতে চেয়েছিল কিন্তু গাছ-পালা মাথা নাড়িয়ে বারণ করেছিল।
বলেছিল, "তুমি কে? এখানে এসো না।
জানো না, আকাশের মাটি ছুঁতে নেই?
মনটাকে বড় করো, লক্ষ্য নীচে কেন?"
আকাশ বলেছিল, "আমি মাটিকে ভালোবাসি ।"
গাছ-পালা, পশু-পাখি বারণ করলো।
বললো, "তোমাদের মিলনের জন্য আমরা মরে যাবো।"
আকাশ আর মাটি বললো, "আমরা উভয়কে ভালোবাসি।
কিন্তু কাউকে স্পর্শ করবো না, দৃষ্টি বিনিময় করবো।
মাটির কাছ থেকে বার্তা নিয়ে
পাখি আকাশকে সংবাদ পৌঁছায়।
আর আকাশ রামধনু আর বৃষ্টিকে মাটিতে পাঠিয়ে
মাটিকে ভালোবাসা জানায়।
আকাশ আর মাটি একে-অপরকে ভীষণ ভালোবাসে
কিন্তু কেউ কাউকে স্পর্শ করে না।


রচনা : ২৯ এপ্রিল ২০২২, শ্রীরামপুর হুগলি