ভ্রান্তির স্রোতে
সোমা বিশ্বাস


ভ্রান্তির স্রোতে যেই মেয়েটি ভেসেছিল তোমার শরীরে
ডুবে গিয়েছিল পাশবিক কামোন্মত্ত থাবার  অতল সলীলে,
বুঝতে পারেনি ভেসে যাবে সে, পচন ধরবে দেহে,
বুঝেছিল, ভালোবাসা এর-ই নাম, লালসার পদতলে ।
ভ্রান্তির জোয়ার করলো গ্রাস, ফাটল ধরলো মনে,
লাল সুতো তার গাঁট বাঁধেনি, দাগ কাটলো গলে ।
প্রাপ্তি ছিল না, শুধু রিক্ততা,শূন্যতা পেল শুধু,
লুন্ঠন করলে 'শরীর' পিশাচ 'ভালোবাসা' বলে বলে ।
ভ্রান্তির স্রোত বয়ে নিয়ে যাবে নষ্ট জীবন কূলে,
ভাবতে পারেনি, গিয়েছিলে 'যৌবন' লুঠ করবে বলে,
ভালোবাসা দিয়ে দেখেছিল সে সুন্দর সংসারের স্বপ্ন,
এভাবেই কত নারী ভাসছে অকালে ভ্রান্তির স্রোতজলে !
রচনা - 28.3.2018 / শ্রীরামপুর