যখন তুমি গালি দিলে ঠেসে,
চাপড় তখন লাগবে গালে কষে।
সদা তুমি কুৎসা করো অন্যে,
থাকো প্রস্তুত, উসুল পাবে ভিন্নে।


যদি তুমি ইষ্টক মারো তেড়ে,
জেনে নিও, প্রস্তর খাবে জেরে।
দেখে এসো সারা জগত ঘুরি,
পাবে নজির তুমি ঝুড়িঝুড়ি।