আজ তুই ক্রোধান্ধ,
হিত অহিতের প্রভেদ বিলুপ্ত আজ,
কাণ্ডজ্ঞানহীনকে বধ করতে তুই উন্মত্ত।
তুই যেতেই চাইছিস?
যা তবে।
সাথে কি নিচ্ছিস?
একি! একি! আগ্নেয়াস্ত্র কেনো?
গুলি করে বুকটা ঝাঁঝরা করে দিবি?
রক্তে সারা শরীর রক্তাক্ত করে দিবি?
তবে কি মিটবে তোর খেদ?
হবে কি জ্ঞানহর সকল মুণ্ডু?
সেই তো আবার হিংসাই রয়ে যাবে,
আবার অন্য কেউ আসবে তোকে রক্তাক্ত করতে,
তোর বুকটাও ঝাঁঝরা করে দিতে আসবে কেউ,
একটি ফুলকে নিয়ে হাজারো স্বপ্ন বিলীন হয়ে যাবে মাত্র একটি ভুলে।
এই নে,
একটা কবিতা নিয়ে যা,
শব্দ বুলেটে বুকটা ঝাঁঝরা করে দিয়ে আয়,
ভালোবাসার রক্তে রক্তাক্ত করে দিয়ে আয় পিচাশের হৃৎপিন্ড,
জয় করে দিয়ে আয় অহিংসকে,
হাজারো স্বপ্নকে বাঁচিয়ে রাখ একটা স্বপ্ন পুরণের প্রত্যাশায়।