থরেবিথরে পরে আছে সব মৃত বিবেক,
মৃত বিবেকের মিছিল আজ দুর্বার,
একেকটি বিবেক যেন একেকটি লাশ,
লাশকাটা ঘরে শুয়ে পড়ার মিছিল।
স্লোগানে স্লোগানে মুখর গোরস্থান-
"বজ্রকেতু ঝপাটে ঝপাটে
লাশকাটা ঘরের বদ্ধ কপাটে।"
মিছিলের দাম্ভিকতায় স্তব্ধীভূত জনপদ,
একের পর এক লাশ এসে যুক্ত হচ্ছে,
বাড়ছে মিছিলের দীর্ঘতা।
লাশকাটা ঘরের চৌপায়া থেকে
বিদ্রোহী হয়ে উঠে আসছে একটি একটি বিবেক লাশ;
বুদ্ধিজীবী বিবেক, পেশাজীবী বিবেক, চাকুরিজীবী বিবেক,
দুর্দান্ত প্রতাপান্বিত একেকটি বিবেক।
আরেকটা লাশ এসে যুক্ত হল,
চারপাশে ভিড় উপচে ভিড়,
ভিড়ের পরে আরো ভিড়,
মাঝে মধ্যে ক্যামেরার ফ্ল্যাশলাইট,
অম্বরবক্ষে প্রতিধ্বনিত করে প্রশ্নচিহ্ন-
"কার লাশ? কার লাশ??"
লাশকাটা ঘরে নিয়ে চিরা হল লাশ।
লাশটা শ্রমজীবী বিবেকের!
মৃত্যু! মৃত্যু!! শ্রমজীবী বিবেকের মৃত্যু!!!
মিছিলে এবার অনিরুদ্ধ গতিবেগ
নেতৃত্বে স্লোগান দেয় শ্রমজীবী বিবেকের লাশ-
"বজ্রকেতু ঝপাটে ঝপাটে
লাশকাটা ঘরের বদ্ধ কপাটে।"