অযাচিত অপবাদের মৃত্যুরে করেছি ভক্ষণ এবার,
দেখবো পথ আরো কতো দূর তোদের পালাবার।
অশালীন রুদ্ধ দ্বারে ক্ষুব্ধ লাথি মেরেছি বারবার,
আমি পরাস্ত হয়েছি,
তবে উল্লাসী হবো একবার।
সমাজের মোড়কে মোড়ানো অশুদ্ধ রীতির শুদ্ধ চর্চা,
আজ সব বিদূষক,
বন্ধ করে আছে বিবেকের দরজা।
নিছক দুষে করেছিস দোষী,
করেছিস অপমান,
নিয়েছিস লুটে বৈভব আমার,
লুটেছিস সম্মান।
আমি হই উন্মুখ,
চলি সম্মুখ,
রুখবি কে আছিস?
আজ দণ্ডাদেশ,
একদিন দোষক্ষালন হবো দেখিস।
সেদিন আমার রোষাগ্নিতে পুড়ে সবাই হবি ছাই,
যাবার বেলায় তোদের শুধু অভিসম্পাত করে যাই।