আজ তুমি রিক্ত,
কিংকর্তব্যবিমূঢ় তুমি
নেইতো অগের মত সিক্ত।
আজ তুমি ফেরারি,
বড্ড বেশি বর্ণচোরা
চাকচিক্যহীন এক দেহাতি।
আজ তুমি নিরস্ত্র খেপাটে,
অতি গুরুত্বহীন নিঃস্ব
নেই আর বিচরণ দাপুটে।
আজ তুমি ঠেঁটামির কবলে,
দম নিতেও হিসেব তোমার
নিজেকে মেনে নিয়েছো উনপাঁজুরে।
আহা! কতো খ্যাতি যশ জৌলুস ছিল তোমার রূপের।
সবই করে দিলে অপাত্রে দান,
এক মহাদানবীর তুমি
তোমার নেইকো কোনো তুলনা মান।
আজ তোমার যাচ্ছেতাই ভাবনা,
যাবে চোখ যেদিকে যায়
প্রায়শ্চিত্ত করে কমাতে চাও যাতনা।
আজ তোমার স্তনন অশ্রুপাত,
নীলকথনে প্রণয়পীড়িত আমাবস্যা
তোমার জীবনের সাথে জীবনের সংঘাত।
আজ অভিনেত্রী তুমি নির্বাক দাম্ভিকা,
ঊষালগ্নেও সূর্যাস্ত কামনা করো
তুমি নিরীহ সুখ-স্বাচ্ছন্দ্যের তত্ত্বাবধায়িকা।