তুমি এমন তেমন যেমনই হও
আমি তোমার আকাশে মেঘলা হয়ে থাকবোই
ইচ্ছে হলে- তোমার হৃদয়ে ঝরে পরবো যখনতখন,
তুমি চাইলে ভিজতে পারো
না চাইলেও ক্ষতি নেই তেমন।


তুমি এমন তেমন যেমনই হও
আমি তোমার বাগানে ফুল হয়ে ফুটবোই
ইচ্ছে হলে- তোমার প্রাণে মিশে যাবো যখনতখন,
তুমি চাইলে ঘ্রাণ নিতে পারো
না চাইলেও ক্ষতি নেই তেমন।


তুমি এমন তেমন যেমনই হও
আমি তোমার ঠোটরাঙানীর রঙ হবোই
ইচ্ছে হলে- তোমার ঠোট স্পর্শ করবো যখনতখন,
তুমি চাইলে আঁকতে পারো ঠোট
না চাইলেও ক্ষতি নেই তেমন।


তুমি এমন তেমন যেমনই হও
আমি তোমার হাত মেহেদীর রঙে রাঙাবোই
ইচ্ছে হলে- তোমার চোখে পরবো যখনতখন,
তুমি চাইলেই দেখতে পারো
না চাইলেও ক্ষতি নেই তেমন।


তুমি এমন তেমন যেমনই হও
আমি তোমার শুক্লপক্ষের স্বপ্নে পানি নিয়ে আসবোই
ইচ্ছে হলে- তোমাকে পানি খাওয়াবো যখনতখন,
তুমি চাইলে পান করতে পারো
না চাইলেও ক্ষতি নেই তেমন।