অজস্র ফুলে বাহারি যে গুল্মলতাটা
সে গুল্মলতা থেকেই ঝরে পড়েছি আমি,
আমি এক অনিকেত!
নিজেকে পয়মন্ত ভেবে তবুও আমি ধ্রুপদী
তবুও আমি মৃত্যুঞ্জয়
আমিই করবো মুক্ত গুল্মলতাকে নিশ্চয়।
যে হিমানীর আঘাতে ঝরে পড়েছি আমি
তার বুকেই বাঁচবে সে,
তার রূপালি আরশীতেই ঘটবে শ্রীবৃদ্ধি,
আমি শুধু চাই শুদ্ধি, শুদ্ধি, শুদ্ধি!
আমি গলে পচবো হিমানীর চরণে
হিমানীরে দেবো বল
সে হবে ছলছল,
হিমানীর বুকে গুল্মলতার জীবন,
তাই পাবে সে শক্তি,
কর্কট থেকে গুল্মলতা পাবে মুক্তি।
মাহেন্দ্র ক্ষণে প্রসূত থাকবে অদেখা
তবুও আমি ধ্রুপদী
আমি মৃত্যুঞ্জয়
আমিই পল্লবেত,
তার থেকে ঝরে পড়া আমি এক অনিকেত!