হলদে পাখি!
উদ্ভাসিত হওয়ার ভয়ে
যে পথ আমি ছেড়ে এসেছিলাম
শুনেছি সে পথে আজ কুহক'রা খেলা করে;
তোমার বুনা ইন্দ্রজালে নাকি
কতো বিদগ্ধ'রা ধরা দেয়,
কতজনে নাকি পরিগ্রহ করে তোমাতে।
হলদে পাখি!
যে প্রবৃত্তি নিয়ে ছেড়ে এসেছিলাম সে পথ
তার অনুজ্ঞা কখনো প্রকাশ করিনি আমি,
তুমিও তো বিদিত হওনি তাতে;
এরকম অসংখ্য অবিদিতের মাঝে
তুমিই আমাকে প্রভাবিত করেছো,
অপরিহার্য করেছো সে পথটা ছেড়ে দিতে।
হলদে পাখি!
তিমিরাচ্ছন্ন নিষ্ঠুরতায় আমি না হয় প্রতিপন্ন
একই দন্ডে তুমিও কী অনন্বিত?