মন ফাগুনের নাও রে,
দখিণা বাতাস বেয়ে আমায় ছাড়িস না।
বুকের মাঝে আছে নদী
বইবি তুই নিরবধি,
দখিণা বাতাস বেয়ে আমায় ছাড়িস না।
রঙিলা পবনে
তোর ভরা যৌবনে
পাল তুলবে কত নাগর,
দখিণা বাতাস বেয়ে আমায় ছাড়িস না।
ঢেউ এর বাণী ছলাৎছলাৎ
মরা স্রোত করে প্রলাপ
উজানের টানে তুই ফেরৎ যাস না,
দখিণা বাতাস বেয়ে আমায় ছাড়িস না।
তুই থাকিস সরলে
আমি রই নিরলে
কতো পিদিম জ্বালবে আলো গরলে,
সেই আলো দেখিয়া
যাস না তুই ছাড়িয়া
সেতো শুধু যে আলেয়া,
দখিণা বাতাস বেয়ে আমায় ছাড়িস না।
নিঠুরিয়ার বাঁশের বাঁশী
তোলে সুর দিবানিশি
সে সুরের টানে তুই আমায় ভুলিস না।
মন ফাগুনের নাও রে,
দখিণা বাতাস বেয়ে আমায় ছাড়িস না।