সবাইকে মানুষ করিয়া সৃজিয়াছে অন্তর্যামী,
কে নারী, কে পুরুষ, কেন বিভেদ করছো তুমি?
একই জননীর গর্ভজাত মোরা ভাই আর ভগিনী,
অযথাই করছো মোদের তুমি বাদী আর বিবাদী।
কেউ না আগে, না পরে, মোরা পরস্পর সহচর,
অভিশপ্ত দিব্য তুমি, বন্ধন ভাঙতে চাও নিরন্তর।
কাঁধে কাঁধ হাতে হাত চলছি মোরা কতো সুকুমার,
সেই দেখে ঈর্ষালু তুমি, চিত্ত তোমার ভেঙে চুরমার।
মোরা ভাইবোন, মোরা ধ্রুপদী, তোমার নেই প্রশ্রয়,
যদি রাখি মান, করে লই পণ, বিজয় হবে নিশ্চয়।