প্রতিটা প্রভাত শুরু হয় নতুন করে,
নতুন করে বাচার আকাঙ্ক্ষার প্রত্যয়ে,
প্রভাতগুলো হামাগুড়ি দিয়েদিয়ে
বারবার রজনীর কোলে যায় শেষ হয়ে,
মাঝের সময়টুকু শুধু সুখের ব্যর্থমনোরথ।
বিদগ্ধ রজনী সাক্ষী-
সাক্ষী প্রতি ইঞ্চি কাল
একেকটি প্রণয়কলহ হয়েছে প্রতিটা কারাশিক
সহস্র কারাশিকের বেড়িতে বন্দীবাস।
হস্তে রোধ
কণ্ঠে রোধ
যাতায়াতে রোধ
অভিপ্রায়ে রোধ,
জীবনের সুখ রোধ পর্যন্তই সীমাস্থ।
আমার রোধহীন তোমার দৃষ্টিকোণে কতই না অসুস্থ!