একুশ টাকার আলতা কিনি
যেদিন দিলেম তোমায় উপহার,
বায়না ধরিলে কিনে দিতে
একখানা গলায় সীতাহার।
বলিলেম আমি- দেবো দেবো সবই দেবো
মনে রাখো সবুর,
আগে ফসল বর্ষাল’টা গোলায় ভরি
কি জানি হয় কত দূর।
আষাঢ় গিয়ে শাওন এল
সব কাজ হয়ে গেল সারা,
ফসল এবার ভালই হবে
কিষাণ আমি ভেবে পাগল পারা।
হায়! শাওন মাসে একি হল
জোয়ার এল টানা বর্ষণে,
পাকা ফসল আমার তলিয়ে গেল
সুখ কি আর থাকে মনে?
কিষাণ আমার মনটা বিষম
সুখ-স্বপন ভাঙনে,
উদাস উদাস দিন মান কাটে
রাত্রিও নির্ঘুম যাপনে।
রোজ সকালে ঘুম থাকি জাগি
দেখি তোমার ধুলো মুখ,
কাঁদিবার ইচ্ছা লাগি মনে
চাপড়ায়ে শুধু বুক।
তোমার ধুলোধুলো মুখখানি দেখে
ভুলে যাই ফসলের নাশ,
বারেক চাহি বন্দের দিকে
আবার নিজেই বাধি আশ।
শিশি’র আলতা করনি ক্ষয়
মনে রাখিয়া সীতাহার,
আমারে সান্ত্বনা দিয়া বলিলে তুমি
লাগবে না আর উপহার।