পাড়ার পুকুর টাতে মাছ ধরতে আসতো হরেণ কাকু।
কাঁচের মতো লাল-নীল রঙিন মাছ দেখলেই,
চোখে নেশা আর হাতে জাদু ভড় করতো।
গেল শীতে মিতালী কাকীমা মারা যাওয়াতে,
পুকুরের সিঁড়ি গুলো আরও কাছে চলে এলো।
এক ছেলে, পাড়ায় ফাস্টফুডের দোকান দিয়েছিলো
না চলায় 'মোঘল সাম্রাজ্য' কে বাবার কাঁধে বসিয়ে,
কোলকেতেয় লালি র সাথে নতুন জীবনে মশগুল।
কাকা মাছ ধরে প্লাষ্টিকের প্যাকেট  নিয়ে যাওয়ার সময়
মাছেদের সাথে গল্প করতেন এই  যেমন-
খিদে পেয়েছে কিনা?নিজে আজ কি খাবে?
লাল ঝিলমিলে র সাথে কালো রাগী মাছ টার,
কিছু চলছে কিনা?ছেলের খবর,মিতালী কাকীমা-র ,
হাতে চিতল মাছের মুইঠ্যা এইসব টুকিটাকি দিন গুজরান।
এক ভোর রাতেই টুক করে স্বগগ বাসী হোলেন কাকা,
বুকের উপর প্লাষ্টিকের থলে তে দুটো মাছ।
কাকার মুখে প্রশান্তি একটা কাগজে তিনি লিখেছেন-
'আমি গভীর জলে ঘর পাতবো।
আমার ব্ন্ধুদের পৌঁছে দিও।
অপেক্ষায় তোমাদের হরেণ কাকা।