মনে আছে শীতের সকাল কুয়াশায় মোড়া
কচুরী ধোঁয়া ওঠা ডাল শালপাতা মোড়া
মনে আছে ছুটির সকালগুলো আরো বেশি
পালের বাজারে পাবদা ও ফুলকপি দেশী
বাবুরা চাইলে, ওজনেও আরেকটু বেশি
মনে আছে ভোরবেলা ভিজে যাওয়া টুপি সোয়েটার জামা আর সাদা কাপড়ের জুতো
আধোঘুম আগুপিছু প্রভাতফেরী নানা ছুতো
মনে পড়ে শৈশব সেইসব ফেলে আসা দিন
বলছি ... বলবই বা কাকে !
মনে মনে শহরটা শীতের সকাল হ'লে
হাতছানি দেয় আর বারবার শুধু ডাকে