একটা একটা করে সন্ধ্যার দীপমালা জ্বলে ওঠে, তুমি ওদের সুখের নক্ষত্র বল !
তুমি কি জান একটি কর্মহীন যুবক কী ভাবে সুখ খুঁজে নেয় সান্ধ্য কুয়াশা করতলে
কী করে সামলায় বিদ্রুপবিদ্ধ হৃদয়ের
এলোমেলো বিভ্রান্ত ভালবাসা কপাটিকা
উৎসবের মরশুম আগেভাগেই নিশ্চুপ
জীবনের জুয়া খেলা নিপুন চরকিবাজী
আর, তুমি তাকে শুভ দীপাবলি বল !
ঘামে ভেজা প্রতিটি অস্থিরতার কোরক
জন্ম জন্মান্তরের সুপ্ত বাসনা সুখ দায়
লাশকাটা ঘরে ক্ষত বিক্ষত কলজে ঘ্রাণ
তাকে তুমি সাধারণ ব্যবচ্ছেদ বল !
কী দরকার বৈভব বিত্ত বৃত্তের শূণ্যতা ...
ভুলের মাশুল তো মকুব হয়নি কারো
'ভাল আছো ?' এইটুকু বললে কী হয় ?
একবার অসময়ে বলে দেখলেই পারো !