বসন্ত দুপুর রোদে অবাধ উচ্চকিত দুটি ভ্রু
কিছু ভূল করা বাকি,এই বুঝি অরণ্যের শুরু
এখানেই আছি খুব কাছাকাছি প্রিয় নদীতীর
হাত ছেড়ে দিলে দূর শহর মানুষে বড় ভীড়
পালিয়ে যাব বলে আসিনি নিশ্চিন্তের পারে
তুমি থেমে যেও অনিশ্চিতের কোনো দ্বারে
যদি ময়ূর পালক খুঁজে নিতে দাও অভিমত
এখুনি পাড়ি দিতে পারি অশেষ অরণ্যপথ
কুড়োতে কুড়োতে কুয়াশা নুড়িপাথরে শেষ
নদী জল আবছা আলো ছায়া ময়ূরীর বেশ
নিশ্চিন্তে পেরিয়ে যাব হৃদয় দুপুরে রোদ
অক্ষরে থেকো, ভগ্নাংশও করে দেব শোধ
এই বসন্ত মধুরিমা এই দিন কাল প্রিয় জন
চিরকাল থেকো এখানেই অনন্ত আমার মন