অন্তিম কবিতার শেষে
সমস্তটা কপাল জুড়ে
মনে হয়, রোদ হও
আসলে তুমি কেউ নও,
অবেলা কুয়াশার মতন
না হয় বিন্দু জল হয়ে
রয়ে গেলে শূন্যতা জুড়ে
আজকাল অহরহ প্রায়ই
ছাই হয়ে যেতে চাই
আসলে তুমি কেউ নও,
তবু চিতা কাঠের মতন
না হয় পুড়িয়েই দিলে,
আশ্চর্য কবিতার যতন
শূন্যে প্রক্ষেপণ, নিক্ষিপ্ত শর
এখানেই আছি চিরকাল
এই সেতুবন্ধ, রামেশ্বর