জানি গত গ্রীষ্মে, আগুন ধরেছিল
আমাদের শাল পিয়ালের বনে
জ্বলেছিল শিখার মন আর শরীর
উঠোনের লেবুগাছে ফুল ফুটেছিল
জুটেছিল গন্ধে মাতোয়ারা ভ্রমর
শিখার শরীরে আগুন ছিল না
ছিল আবেগ আর উষ্ণতা মাত্র
একদিন, কারা যেন লেবুগাছটাকে
নৃশংসভাবে উপড়ে দিয়েছিল
ডলে পিষে ছিন্নভিন্ন করেছিল
সমস্ত ফোটা আধফোটা ফুলগুলো
শিখার শরীরটা পড়েছিল তারপর
শাল পিয়ালের বনে, ক্ষত-বিক্ষত
তারপরেই জ্বলে শেষ হয়েছিল
আমাদের সেই শাল পিয়ালের বন
পুড়ে ছিল মাটি, ছাই হওয়া পর্যন্ত


গত গ্রীষ্মে দাবদাহ ছিল সবচেয়ে বেশী
পৃথিবীর উষ্ণতা বাড়ছে !