এই অরণ্যের দিকে হাত রেখে, চিরবিদায় জানিয়েছি আজ সূর্যকে
ভূটানঘাটের কোলে বসন্ত চাঁদ, গেরুয়া থেকে রূপোলি রুমালি চাদর
তোর্সার বালুচরে ভালবাসা কুড়িয়ে নিতে
নিতে, অকাতর জাগি
মিতা বলে, আমি ঘরছাড়া বহুদিন ৷ প্রেম পূবালী,
এই ভালবাসাটাই নাকি দাগী !


জল থাকে, না হলে নদীবক্ষ শুকিয়ে যায়
যারা ভালবাসে, তারা জেগে থাকে রাতে ৷


ওই শালপাতায় নেশা হাতে, রাভা রমণী হেঁটে আসে,
গাঢ় নীলপথ বহু দূরে কোথাও অরণ্য গভীর এবং গহীনে অন্ধকার
সে তক্ষক পাহারা দেয় গোটা অরণ্য জুড়ে ৷
থাকে জোনাকিরা
ডাকে ঐরাবত, মাহুতের বাঁশীর সুরে
সমস্তটা রাত শত শত সহস্র কোটি পতঙ্গের মিলিত ধ্বনি-স্বর, ঈশ্বর !
কে বলে ভালবাসা নেই ! বসন্ত এসেছে রাতে ৷ জেগে থাকো ৷
যারা ভালবাসে, তারা সারারাত জেগে থাকে ...