গতরাতে স্বপ্ন দেখেছিলাম ...
তুমি নারী হয়ে উঠলে
সারাটা রাত অস্থির হয়ে
অবশেষে ঠিক করলাম
তোমায় আজ গোর্কিসদনে
কবিতার অনুষ্ঠানে নিয়ে যাব
উদ্দেশ্য, কবিতা শুনতে শুনতে
তুমি যাতে সত্যিকারের
নারী হয়ে ওঠ !
কবিতার দুরন্তপনায় তোমায়
মন প্রাণ ভরে দেখব
তোমার দুচোখের পাতায়
ফাগুনের লাল গেরুয়া এঁকে
তোমার ঠোঁটে, স্তনবৃন্তে
বা অন্য কোনোখানে ...
তুমি বলবে যেখানে যেখানে
আমি অভ্রের দানা দিয়ে যাব
তারপর তোমার নারী না হয়ে
ওঠার কোনো কারণ নেই
আসলে আমিই সেই কবি
গতরাতের পলাশমাখা স্বপ্ন
এইমাত্র কবিতায় ছুঁয়ে দিলাম
ইচ্ছে, তুমি নারী হয়ে ওঠ
তোমার কোলে মাথা রেখে
বসন্তের ঘ্রাণ নিতে নিতে
আমিও না হয়
আরেকটু কবি হয়ে উঠব !