হতে পার তুমি আদিম যুগের
নিঃশব্দ কোনো প্রাণ
গ্রহ থেকে গ্রহে সঞ্চারিত হয়েছ
বিদ্যুতে আবিষ্ট হয়ে
আদিম গুহা চিত্রে আঁকা হয়েছে
দুর্বোধ্য আকাশ যান
আর তুচ্ছ মানব সভ্যতা ভাবে
তুমি নাকি ভগবান
হতে পার তুমি আদিম যুগের
নিঃশব্দ কোনো প্রাণ
দ্বীপ হতে দ্বীপে সঞ্চালিত হয়েছ
সামুদ্রিক চোরাস্রোতে
তুমিই সৃষ্টি করেছ প্রেম
প্রকৃতি অভিমান
আর তুচ্ছ মানব সভ্যতা ভাবে
তুমি হলে ভগবান
হতে পার তুমি আত্মা, অগ্নি
বায়ু, জল বহমান
হতে পার তুমি আদিম যুগের
নিঃশব্দ কোনো প্রাণ ...