১.
প্রকাশ্য দিন আর রাতের নিন্মগামী আলোকে জীবনের কী তফাৎ ঘটে বিলায়েৎ ?
বিলায়েৎ মুখ ফেরায়
-পুরুষ প্রথমটিতে সপ্রতিভ দ্বিতীয়টিতে বেশি
নারী এখনও প্রধানতঃ রাতে
কেউ কেউ দিনে অথবা প্রভাতে
অথচ যারা মৃত্যু চায়, যারা রক্ত ...
তারা দিনেও সাবলীল সহজ তেমনই রাতে


২.
বিলায়েৎ, তাহলে কি মানুষের বিপদ থেকে মুক্তির কোনো উপায় নেই ?
বিলায়েৎ অট্টহাসিতে ফেটে পড়ে
-যদি সমস্ত পুরুষ এবং নারী অক্ষম হয়
সমস্ত অশ্বারোহী ও পদাতিক বিফল
কেউ, কিছুই যদি না পার
যদি সভ্যতাকে টিঁকিয়ে রাখতে চাও
অন্ততঃ আস্তাবলের দরজাটি খুলে দিও