তখন তোমার রূপে গোটা পৃথিবীময় মুগ্ধ
উচ্ছ্বসিত
অথচ তোমাকে পাশে পেয়েও আমি ছিলাম
নির্বিকার
দুনিয়া ভেবেছিল তুমি আমার এক উদ্যত তরবারি
আর আমি তোমার স্বেচ্ছাস্পর্শকে অস্বীকার করে গেছি
যেদিন প্রথম শাড়ি পরে যুবতী থেকে নারী হয়েছিলে
আমার দু'চোখে কাঙ্খিত মুগ্ধতা বারংবার
খুঁজেছিলে
নিজেকে ভাবতাম তোমার ভূমির একচ্ছত্র
অধিপতি
মানুষ শিহরিত হয় অথচ আমি শুধু বিস্মিত হয়ে গেছি
আমার পছন্দ অপছন্দগুলো তুমি মুখস্থ ক'রে রেখেছিলে
একটা দুটো ক'রে এখন তার সবটাই বদল হয়ে গেছে
আজকাল বহুদূর থেকে, সেই সমস্ত মুগ্ধতা
খুঁজে ফিরি
তোমায় সুন্দরী' বলে ডাকি ... তুমি আমার পদ্মাবতী