প্রবাসে ফিরে আমার কথা
মনে পড়বে কি ?
মনে পড়বে কি
আমাদের মেঘে ঢাকা
যত উপত্যকা,
তুষারপাতের পর
উত্তরের হিমেল বাতাস,
গাভী মেষরাশি নিহারীকা !
মনে পড়বে কি
সেই উষ্ণ পাইন দেবদারু,
তার নীচে কাটানো
সব উষ্ণতার কথা !
নিরীহ শান্ত তৃণভূমি,
নাম না জানা উড়ন্ত সব
প্রজাপতিদের কথা !
যারা বলে, তোমরা এস
বার বার ফিরে এস
মনে পড়বে কি
সেই অসীম নি:সঙ্গ
কিন্নরীর কথা !
যে বলে, আমায় দেখ
বার বার ফিরে দেখ
মনে পড়বে কি
আমায়, আমাদের এই দেশ !
পড়বে নিশ্চয়ই
জানি তোমার সে দেশে
এখন হঠাৎ বর্ষা বেশ
তুমি ভালো থেকো
আজ .... এখানেই শেষ