জল থই থই হাসিমারায়
সেইদিনের সকালে
আকাশ ঘন কালো
হয়ে নামছিল এসে
জোর বর্ষায় সেবার
সব যাবেই বুঝি ভেসে
সেদিন আমার একাদশী
পলাশ তোমার মনে আছে !
তোমার শেষ পড়তে
আসার সেই দিনে
মুখটা এক্কেবারে
শুকিয়ে আমসি হয়েছিল
প্রশ্ন করলে বলেছিলে,
সকাল থেকে খাইনি
আমি, তাই খাওনি
তুমিও সারাদিন
তোমার মিষ্টি গালদুটো
টিপে বলেছিলাম হেসে,
'বিয়েতো একদিন হবে
তখন দেখো বউ কেমন
খাইয়ে দেবে ঠেসে ! '
উজ্জ্বল দুখানি চোখ নামিয়ে
তুমি উত্তর দিয়েছিলে,
'সে আমি পারব না
দেখ বুড়িদি,
আমি তোমায়
কি করে ভূলি ?
আগে পড়াশুনো শেষ করে
তোমার মুখটা সারিয়ে তুলি !'
আমার সাথে সেই তো
তোমার শেষ কথা পলাশ
তুমি চলে যাওয়ার পর
বড় কষ্ট হচ্ছিল জান
মন চাইছিল যদি
আরেকটু থেকে যেতে !
আমার প্লাবিত দুখানা চোখ
আর পোড়া মুখটা যদি
তখন দেখতে পেতে ... !!