তুমি থাকো সুদূরের কোন দেশে
কৃষ্ণ নাম গেয়ে এসেছ মনের টানে
দরিদ্র ব্রাহ্মণীর বেশে
বলি ও মেয়ে, জলকন্যে হয়ে
ডুব দিয়ে দেখবে নাকি হৃদ্ মাঝারে
অথবা ফুটে উঠবে নাকি কৃষ্ণকলি হয়ে !
এখন মাঝের রাত, তুমি বরং
একমুঠো হাসনুহানা হয়ে যাও  
দরিদ্র এই কুটিরে ছড়িয়ে দাও
অনেক কৃষ্ণময়তা
নৈরাজ্যের পৃথিবী জেগে ওঠার আগে
ছুঁয়ে থাকো রূদ্ধশ্বাস কন্ঠ আর বিবেক
সব গান হয়ে ভেসে যাক
তোমার আমার প্রেমময়
একমুঠো জীবনের শেষে