এক যুগ হয়ে গেছে
তোমাকে চুমু খাওয়া
হতে পারে চৈত্র ভিরু
নিরপরাধ নিরুত্তাপ
তুমি ঝড় হলে পারতে!
দশ বছরে পাল্টেছে
তোমার শরীরের বাঁক
কবিতা বলা মুখচ্ছবি
সন্ধ্যেবেলা এঁকে দেয়া
গমের শিষের ওম্
এখন রাতের কস্তুরী!
তুমি ঝড় হয়ে আসতে
পারো,আগাম বার্তাহীন
অরণ্যে দীপ্যমান
সরস্বতীর কথামালায়
কন্ঠস্থ কোরো ইতিহাস
জোনাক জোছনা যেন
এক যুগ আগের মতন
অনর্গল কবিতা ঠোঁটে
তোমায় চুমু খেয়ে যাব
মিতা, আমার দুয়ারে
আজ বসন্তের পঞ্চমী !