ছোট্টো ছোট্টো পায়ে
তোমার জন্য হেঁটেছি
কুয়াশার চাদর ছিঁড়ে
তুমি অন্তত একবার
বেরিয়ে আসবে বলে
স্বপ্নচোখে ভেবেছি
তোমায় সহস্রবার
লক্ষ লক্ষ মাইল চলা
তোমার দুটি পায়ের
অল্প ছোঁয়া নেব বলে
দেশকে মানুষকে অকৃপণ
ভালবাসতে বাসতে
কোথায় কীভাবে যে
হারিয়ে গেলে সুভাষ!
তোমায় একটিবার
যদি ফিরে পেতাম
শিশুর দেওয়া, সদ্য
ফোটা লাল গোলাপ
তোমার বুকেই সাজে
প্রমাণ করে দিতাম
প্রতিটা বছর তোমায়
কত ডেকেছি সুভাষ
চিৎকার করে করে
কুয়াশার জাল ছিঁড়ে
একবার ফিরে এস,
আরো একবার রণতরী
সাজাও তুমি সুভাষ
আরো একবার ... !